শিশু

শিশু1 [ śiśu1 ] বি. শিংশপা গাছ বা তার কাঠ।

[সং. শিংশপা]।

শিশু2 [ śiśu2 ] বি.
1 অতি অল্পবয়স্ক বা আট বত্সরের অনধিকরস্ক বালক বা বালিকা;
2 শাবক (ছাগশিশু)।

☐ বিণ. (বাং.) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)।

[সং. √ শো + উ]।

শিশুকাল বি. বাল্য, শৈশব।

শিশুপালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা।

শিশুপ্রকৃতি, শিশুস্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট।

☐ বি. শিশুর স্বভাব।

শিশুরোগ বি. শিশুদের অসুখ।

শিশুসাহিত্য বি. শিশুদের জন্য রচিত সাহিত্য।

শিশুসুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি।

শিশুহৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়।

☐ বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post