শান
শান1 [ śāna1 ] বি. পাকা মেঝে, বাঁধানো মেঝে (শানে মাথা ঠোকা)।
[দেশি]।
শানবাঁধানো বিণ. ইট-পাথরে তৈরি, পাকা (শানবাঁধানো ঘাট)।
শান2 [ śāna2 ] বি.
1 কোষ্টিপাথর;
2 অস্ত্রাদিতে ধার দেবার পাথর বা যন্ত্র;
3 তীক্ষ্ণ করা (শান দেওয়া)।
[সং. √ শান্ + অ]।
শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)।
শানওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে।
শানপাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...