শংকর
শংকর [ śaṅkara ] বিণ. মঙ্গলকারী।
☐ বি.
১. শিব (‘হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর’: রবীন্দ্র);
২. বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য;
৩. সামুদ্রিক মাছবিশেষ।
[সং. শম্ + √ কৃ + অ]।
শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী।
☐ বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...