রাস

রাস [ rāsa ] বি. অশ্ববল্গা, লাগাম।

[আ.]

রাস আলগা করা, রাস ঢিলা করা–(আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করিতে দেওয়া।

রাস টানা ক্রি. লাগাম ধরিয়া টানা; (আল.) সংযত করা।

রাস [ rāsa ] বি.
কার্তিকী পূর্ণিমায় গোপনারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্যোত্সব।

[সং. √ রস্ + অ]।

রাসপূর্ণিমা বি. কার্তিকী পূর্ণিমা।

রাসবিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ।

রাসমণ্ডপ, রাসমণ্ডল বি. রাধাকৃষ্ণের রাসনৃত্যের স্হান বা তদনুকরণে নির্মিত মণ্ডপ।

রাসযাত্রা, রাসলীলা বি. রাস, রাস উত্সব।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।