মৌলিক

মৌলিক [ maulika ] বিণ.
1 মৌল;
2 মূলসম্বন্ধীয়;
3 জন্মগত (মৌলিক অধিকার);
4 আদিম;
5 অবিভাজ্য (মৌলিক স্বরধ্বনি);
6 প্রথম উদ্ভাবিত, নিজস্ব (মৌলিক রচনা);
7 স্বাধীন (মৌলিক চিন্তা);
8 বংশজ, অকুলীন (মৌলিক বংশ);
9 (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে উত্পন্ন, elementary (বি. প.);
10 যে পদার্থে কোনোরকম মিশেল নেই।

[সং. মূল + ইক]।

মৌলিকতা, মৌলিকত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...