মীমাংসা
মীমাংসা [ mīmāṃsā ] বি.
1 বিরোধ সমস্যা প্রভৃতি সমাধান (ঝগড়ার মীমাংসা হয়নি);
2 জটিলতা সংশয় সন্দেহ অনৈক্য প্রভৃতি দূরীকরণ;
3 নিষ্পত্তি, সিদ্ধান্ত, মিটমাট;
4 জৈমিনি-মুনি প্রণীত দর্শনশাস্ত্র, যা পূর্বমীমাংসা নামে পরিচিত।
[সং. √ মান্ + সন্ + অ + আ]।
মীমাংসক বিণ. মীমাংসাকারী।
☐ বি. মীমাংসাদর্শনে পণ্ডিত।
মীমাংসিত বিণ. মীমাংসা করা বা নিষ্পত্তি বা সমাধান করা হয়েছে এমন, বিচারপূর্বক নির্ণীত।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...