মিস

মিস1 [ misa ] বি. অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে ব্যবহৃত আখ্যাবিশেষ, কুমারী (মিস দাস, মিস লতা দাস)।

[ইং. miss]।

মিস2 [ misa ] বিন-বিন. মসীবত্‌, ঘোর কৃষ্ণবর্ণ (মিসকালো রঙ)।

[সং. মসি বা ফা. মিসী]

মিসমিস — ঘোর কৃষ্ণবর্ণের ভাবসূচক (মিসমিস করা)।

মিসমিসে — ১) বিণ. ঘোর কৃষ্ণবর্ণ (মিসমিসে রঙ্‌)।
২) বিণ-বিণ. মসীবৎ, ঘোর (মিসমিসে কালো রঙ্‌)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post