ভিক্ষা

ভিক্ষা [ bhikṣā ] বি.
1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া);
2 দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া;
3 দয়ার দান।

[সং. √ ভিক্ষ্ + অ + আ]।

ভিক্ষাচর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা।

ভিক্ষাজীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী।

স্ত্রী. ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী।

ভিক্ষান্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে।

ভিক্ষাপাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র।

ভিক্ষাপুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক।

ভিক্ষাবৃত্তি–ভিক্ষাচর্যা -র অনুরূপ।

ভিক্ষামা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন।

ভিক্ষার্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক।

স্ত্রী. ভিক্ষার্থিনী।

ভিক্ষালব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)।

ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...