ভাগ্য
ভাগ্য [ bhāgya ] বি.
1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে);
2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)।
[সং. √ ভজ্ + য]।
ভাগ্যক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)।
ভাগ্যগণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়।
ভাগ্যগুণে ভাগ্যক্রমে -র অনুরূপ।
ভাগ্যচক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট।
ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন।
স্ত্রী. ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী।
ভাগ্যদোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)।
ভাগ্যধর বিণ. ভাগ্যবান।
ভাগ্যনিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা।
ভাগ্যপরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা।
ভাগ্যবল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য।
ভাগ্যবান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো।
স্ত্রী. ভাগ্যবতী।
ভাগ্যবিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট।
ভাগ্যরেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা।
ভাগ্যলিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি।
ভাগ্যহত বিণ. হতভাগ্য।
ভাগ্যহীন বিণ. হতভাগ্য।
স্ত্রী. ভাগ্যহীনা।
ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ।
ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান।
ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা।