বেদন

বেদন [ bēdana ] বি.
1 বোধ, অনুভূতি (অবেদন, সংবেদন);
2 জ্ঞান, জ্ঞাপন (আবেদন, নিবেদন);
3 ব্যথা, বেদনা (‘বজ্রবেদনে জাগায়ো আমারে’: রবীন্দ্র);
4 বিবাহ;
5 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে বেদনা হচ্ছে);

বেদনা বি.
1. ব্যথা, যন্ত্রনা।
2 মনস্তাপ, দুঃখ (‘আমার কী বেদনা সে কি জান’: রবীন্দ্র);
3 অনুভূতি।

বেদনার্ত বিণ. বেদনায় কাতর।

বেদনহীন বিণ. যাতে বেদনা অনুভূত হয় না এমন।

বেদনীয় বিণ. জ্ঞেয়; অবুভবনীয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...