বাজার

বাজার [ bājāra ] বি.
1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান;
2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো);
3 দ্রব্যাদির দর (চড়া বাজার);
4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)।

[ফা. বজার]।

বাজারখরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ।

বাজার গরম হওয়া ক্রি. বি.
1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া;
2 পণ্যাদির অধিক কাটতি হওয়া।

বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া।

বাজারদর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে।

বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া।

বাজার বসা ক্রি. বি.
1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া;
2 নতুন বাজার স্হাপিত হওয়া;
3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া।

বাজারে বিণ.
1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত;
2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা);
3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...