বধ
বধ [ badha ] বি. হত্যা, হনন (রাবণবধ, পশুবধ)।
☐ ক্রি. (পদ্যে) বধ করা (‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’)।
[সং. √ হন্ + অ]।
বধপাল বি. কারারক্ষী।
বধস্হলী, বধস্হান, বধ্যভূমি বি. যেখানে বধ করা হয়, মশান।
বধার্থ ক্রি-বিণ. বিণ. বধের জন্য (বধার্থ আনা হয়েছে, বধার্থ পশু)।
বধার্হ, বধ্য বিণ. বধের যোগ্য, বধ করতে হবে এমন।
বধোদ্যত বিণ. হত্যা বা বধ করতে উদ্যত।
বধোদ্যম বি. হত্যার উদ্যোগ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...