ফিট

ফিট [ phiṭa ] বি. মুর্ছা।

[ইং. (fainting) fit]।

ফিট [ phiṭa ] বি. 1 সংযোগ (গাড়ির সঙ্গে ইঞ্জিন ফিট করা); 2 মাপমতো হওয়া (জামাটা বেশ ফিট করেছে)।

☐ বিণ. 1 সংযুক্ত (কাঠের সঙ্গে কাঠটা ফিট হয়েছে); 2 মাপসই, মাপমতো (প্যাণ্টটা ভালো ফিট হয়নি); 3 সুসজ্জিত, পরিপাটি, নিখুঁত (ফিটবাবু)।

[ইং. fit]।

ফিটফাট বিণ. সুসজ্জিত, পরিপাটি, পরিচ্ছন্ন।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।