প্রাদুর্ভাব

প্রাদুর্ভাব [ prādurbhāba ] বি.
1 আবির্ভাব, আকস্মিক বা প্রথম প্রকাশ (ঋতুর প্রাদুর্ভাব);
2 (বাং.) (মন্দার্থে) ভীতিকর প্রকাশ;
3 ব্যাপক বা বহুল আবির্ভাব;
4 ভীতিকর আধিক্য (রোগের প্রাদুর্ভাব, মশার প্রাদুর্ভাব)।

[সং. প্রাদুস্ + √ ভূ + অ]।

প্রাদুর্ভূত বিণ. আবির্ভূত; প্রকাশিত; (বাং.) প্রবলভাবে বা ব্যাপকভাবে আবির্ভূত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...