প্রমাণ

প্রমাণ [ pramāṇa ] বি.
1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়;
2 বিশ্বাসের হেতু;
3 সাক্ষ্য, নজির;
4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ।

☐ বিণ. (বাং.)
1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ);
2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)।

[সং. প্র + √ মা + অন]।

প্রমাণত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে।

প্রমাণপঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা।

প্রমাণপত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট।

প্রমাণপুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়।

প্রমাণসই বিণ. পূর্ণ পরিমাণ।

প্রমাণসাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে।

প্রমাণসিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত।

প্রমাণিত, প্রমাণীকৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...