প্রক্ষেপ
প্রক্ষেপ [ prakṣēpa ] বি. 1 নিক্ষেপ; 2 অন্তরে স্হাপন; 3 বিন্যাস; 4 রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত অংশ, interpolation.
[সং. প্র + √ ক্ষিপ্ + অ]।
প্রক্ষিপ্ত বিণ. নিক্ষিপ্ত; অন্তরে স্হাপিত; বিন্যস্ত; রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত, interpolated (প্রক্ষিপ্ত শ্লোক)।
প্রক্ষেপক বিণ. বি. প্রক্ষেপকারী।
প্রক্ষেপণ বি. প্রক্ষিপ্ত করা।
প্রক্ষেপণীয় বিণ. প্রক্ষেপযোগ্য।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...