নেড়া

নেড়া, ন্যাড়া [ nēḍ়ā, nyāḍ়ā ] বিণ.
1 মাথা মুড়ানো হয়েছে এমন (নেড়া মাথা);
2 নিরাভরণ (নেড়া হাত);
3 পাতাহীন (নেড়া গাছ);
4 গাছ, পাতা, ঘাস কিছুই নেই এমন (নেড়া মাঠ);
5 সজ্জাহীন, অশোভনভাবে সজ্জাহীন (নেড়া নেড়া) দেখাচ্ছে)।

☐ বি. (ব্যঙ্গে) বৈষ্ণব বৈরাগী (নেড়ানে়ড়ির কাণ্ড)।

[তু. নাড়িয়া (চর্যা.)]।

স্ত্রী. নেড়ি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...