নাম
নাম [ nāma ] (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ (‘বিয়ের নামে নেচে ওঠে’: দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1০ আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ।
[সং. নামন্ তু. ফা. নাম]।
নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা।
নামকরণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান।
নামকরা, নামজাদা বিণ. বিখ্যাত।
নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)।
নামগন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস।
নামগান বি. ইষ্টদেবতার নাম কীর্তন।
নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা।
নামজাদা নামকরা -র অনুরূপ।
নামজারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো।
নামডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি।
নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা।
নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা।
নামত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)।
নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)।
নামধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস > ধ্বংসা বা ধ্বংসানো।
নামধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।
নামধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট।
নামধেয় বিণ. নামযুক্ত।
☐ বি. নাম।
নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা।
নামমাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ।
নামমুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি।
নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া।
নাম রাখা ক্রি. বি. 1নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)।
নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া।
নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো।
নামসংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন।
নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া।
নামহীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত।
নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)।