নঞ্
নঞ্ [ nañ ] অব্য. নেতিবাচক, না-বোধক পদ বা উপসর্গ-এই পদ ন, আ, অ, প্রভৃতি রূপ লাভ করে যথা অসাধু, নগণ্য ইত্যাদি।
☐ বিণ. নেতিবাচক (নঞ্ তত্পুরুষ)।
নঞ্ তত্পুরুষ বি. (ব্যাক.) সাদৃশ্য অভাব অল্পতা অন্যত্ব অপ্রশস্ততা ও বিরোধবাচক তত্পুরুষ সমাস বা নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তত্পুরুষ, যথা নপুংসক, অসাধু।
নঞর্থক বিণ. নেতিবাচক, অভাবার্থক, negative (নঞর্থক শব্দ)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...