ধোঁকা
ধুঁকা, ধোঁকা [ dhunkā, dhōnkā ] ক্রি. অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারণে হাঁপানো (লোকটা দাওয়ায় বসে ধুঁকছে)।
☐ বি. উক্ত অর্থে।
[হি. √ ধৌংক]।
ধোঁকা2 [ dhōn̐kā2 ] বি. ডালবাটা দিয়ে প্রস্তুত বরফির আকৃতির বড়া বা তার ব্যঞ্জন (ধোঁকার ডালনা)।
[দেশি]।
ধোঁকা3 [ dhōn̐kā3 ] বি. 1 সংশয়, সন্দেহ (মনে ধোঁকা লাগল); 2 প্রবঞ্চনা, ধাপ্পা, ফাঁকি (ধোঁকা দেওয়া)। [তু. হি. ধোঁখা]।
ধোঁকা দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া; ঠকানো বা ধাপ্পা দেওয়া।
ধোঁকায় পড়া ক্রি. বি. সংশয় বা সন্দেহে পড়া; সন্দিহান হওয়া এবং ফলে কর্তব্য-অকর্তব্য স্হির করতে না পারা।
ধোঁকাবাজ বি. বিণ. ফাঁকিবাজ; ধাপ্পাবাজ।
ধোঁকাবাজি বি. ধাপ্পা, ফাঁকি, প্রবঞ্চনা।
ধোঁকার টাটি বি. প্রতারণার আবরণ, যে আবরণের আড়ালে প্রতারণা করা হয়; বাইরে থেকে বোঝা যায় না এমন প্রতারণার ব্যবস্হা (এ সংসার ধোঁকার টাটি)।