ধৈর্য

ধৈর্য [ dhairya ] বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি (‘ধৈরজ ধর চিতে’)।

[সং. ধীয় + য]।

ধৈর্যচ্যুত, ধৈর্যহারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু।

বি. ধৈর্যচ্যুতি

ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া।

ধৈর্যধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন।

ধৈর্যশালী (-লিন্) বিণ. সহিষ্ণু।

স্ত্রী. ধৈর্যশালিনী

ধৈর্যশীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী।

স্ত্রী. ধৈর্যশীলা

ধৈর্যহারা, ধৈর্যহীন — ধৈর্যচ্যুত -র অনুরূপ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...