ধুয়া

ধুয়া1, (কথ্য) ধুয়ো [ dhuẏā1, (kathya) dhuẏō ] বি. 1 গানের যে-অংশ দোহারেরা বারবার আবৃত্তি করে; 2 গানের যে-অংশ বারবার আবৃত্ত হয়, ধ্রুবপদ; 3 যে মত বা উক্তি বারবার আবৃত্তি করা হয়; 4 আবদার, ছুতো।

[সং. ধ্রুবা]।

ধোয়া, ধুয়া2 [ dhōẏā, dhuẏā ] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)।

☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]।

ধোয়ানি, ধুয়ানি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়।

ধোয়ানি, ধুয়ানো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো।

☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)।

☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post