ধী
ধী [ dhī ] বি. 1 বুদ্ধি, মেধা (ধীশক্তি, ধীদীপ্ত); 2 জ্ঞান; 3 মতি (সুধী)।
[সং. √ ধৌ + ক্বিপ্]।
ধীগুণ বি. শ্রবণ, কৌতুহল, আহরণ, স্মৃতিতে ধারণ, সন্দেহ নিরসন, অর্থবোধ প্রভৃতি আটরকম বুদ্ধিগুণ।
ধীমান (-মত্) বিণ. মেধাসম্পন্ন, বুদ্ধিমান, জ্ঞানী।
স্ত্রী. ধীমতী।
ধীশক্তি বি. উপরোক্ত আটরকম বুদ্ধিগুণ; বুদ্ধি।
ধীসম্পন্ন বিণ. বুদ্ধিমান; জ্ঞানী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...