ধারক
ধারক [ dhāraka ] বিণ.
১. ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক);
২. পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী;
৩. মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী;
৪. ঋণগ্রহণকারী;
৫. দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)।
☐ বি. উদরাময়ের ওষুধ।
[সং. √ ধৃ + ণিচ্ + অক]।
বি. ধারকতা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...