ধার

ধার1 [ dhāra1 ] বি. (প্রত্যয়রূপে ব্যবহৃত) ধারণকারী (সূত্রধার, কর্ণধার)।

[সং. √ ধৃ + অ]।

ধার2 [ dhāra2 ] বিণ. (সচ. কাব্যে) জল প্রভৃতি তরল পদার্থের পতন বা ধারা (অশ্রুধার)।

[ধারা2 দ্র]।

ধার3 [ dhāra3 ] বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)।

[বাং. ধার < সং. √ ধৃ + অ]।

ধার করা, ধার নেওয়া ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া।

ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া।

ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা (‘কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি’: সু. রা.)।

ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া।

ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া।

ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post