ধসকা

ধসকা [ dhasakā ] বিণ.
১. ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি);
২. কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)।

[ধস দ্র]।

ধসকানো ক্রি.
১. ধসকা হওয়া;
২. ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে);
৩. ধসানো।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post