ধর্ম
ধর্ম [ dharma ] বি.
1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম);
2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম);
3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম);
4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম);
5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ);
6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ);
7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম);
8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম);
9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ);
1০ (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান।
[সং. √ ধৃ + ম]।
ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি।
ধর্মকর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম।
ধর্মকাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী।
ধর্মক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ।
ধর্মগুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু।
ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র।
ধর্মঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা।
ধর্মঘটি বিণ. ধর্মঘটকারী।
ধর্মচক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন।
ধর্মচর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা।
ধর্মচর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা।
ধর্মচারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক।
ধর্মচিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা।
ধর্মচ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট।
ধর্মজীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন।
ধর্মজ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন।
ধর্মঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব।
ধর্মত, (বর্জি.) ধর্মতঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)।
ধর্মতত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন।
ধর্মতলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান।
ধর্মত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ।
ধর্মদ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক।
ধর্মদ্রোহী, (-হিনঃ) বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ।
বি. ধর্মদ্রোহ, ধর্মদ্রোহিতা।
ধর্মধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন।
ধর্মধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি।
ধর্মধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী;2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক।
ধর্মনাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ।
ধর্মনিষ্ঠ বিণ. ধার্মিক।
ধর্মনিষ্ঠা বি. ধার্মিকতা।
ধর্মপত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী।
ধর্মপরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)।
বি. ধর্মপরায়ণতা।
ধর্মপালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা।
ধর্মপিতা (-তৃ), ধর্মবাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা।
ধর্মপুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে।
ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়।
ধর্মপ্রবণ বিণ. ধর্মানুরাগী।
বি. ধর্মপ্রবণতা।
ধর্মপ্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা।
ধর্মপ্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক।
বি. ধর্মপ্রাণতা।
ধর্মবিদ, ধর্মবিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন।
ধর্মবিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন।
ধর্মবিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)।
ধর্মবুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা।
ধর্মভয় বি. ধর্মহানির বা পাপের ভয়।
ধর্মভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক।
বি. ধর্মভীরুতা।
ধর্মভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত।
ধর্মভ্রাতা (-তৃ), ধর্মভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই।
ধর্মমঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ।
ধর্মমত বি. ধর্মীয় বিশ্বাস।
ধর্মযাজক বি. ধর্মাচার্য; পুরোহিত।
ধর্মযুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ।
ধর্মরক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা।
ধর্মরাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ।
ধর্মরাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য।
ধর্মলক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা।
ধর্মলোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ।
ধর্মশালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান।
ধর্মশাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ।
ধর্মশাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্হ; স্মৃতিশাস্ত্র।
ধর্মশিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়।
ধর্মশীল বিণ. ধার্মিক।
ধর্মসংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন।
ধর্মসংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন।
ধর্মসংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস।
ধর্মসংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন।
ধর্মসংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন।
ধর্মসংস্হাপন বি. ধর্মের প্রতিষ্ঠা।
ধর্মসংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ।
ধর্মসভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা।
ধর্মসম্মত বিণ. ধর্মসংগত।
ধর্মসাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়।
☐ বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করেবলছি)।
ধর্মসাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন।
ধর্মস্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান।
ধর্মহানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ।
ধর্মহীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী।
ধর্মাচরণ – ধর্মচর্যা -র অনুরূপ।
ধর্মাচারী – ধর্মচারী -র অনুরূপ।
ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক।
ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য।
ধর্মাধিকরণ বি. 1 বিচারালয়; 2 বিচারক।
ধর্মাধিকরণিক বি. বিচারক।
ধর্মাধিকার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ।
ধর্মাধিকারী (-রিন্) বি. বিচারক।
ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি।
ধর্মানুগত, ধর্মানুমোদিত, ধর্মানুযায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত।
ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান।
ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম।
ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)।
ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী।
বি. ধর্মান্ধতা।
ধর্মাবতার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত।
ধর্মাবলম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)।
ধর্মারণ্য বি. তপোবন।
ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ।
☐ ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)।
ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য।
ধর্মালয় বি. বিচারালয়, আদালত।
ধর্মাসন বি. বিচারকের আসন।
ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক (‘আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ’: সু. দ.)।
স্ত্রী. ধর্মিষ্ঠা।
ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক।
ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)।
ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)।
ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না।
ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই।
ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না।
ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য।
ধর্মোপদেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ।
ধর্মোপদেশক, ধর্মোপদেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন।
ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা।
ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী।
স্ত্রী. ধর্মোপাসিকা।
ধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত।
ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।