ধরণি

ধরণি, ধরণী [ dharaṇi, dharaṇī ] বি. পৃথিবী, ধরা (‘আর নাইরে বেলা নামল ছায়া ধরণীতে’: রবীন্দ্র)।

[সং. √ ধৃ + অনি]।

ধরণীতল বি. ভূতল, ভূপৃষ্ঠ।

ধরণীধর বি. 1 যে পৃথিবীকে ধারণ করে আছে; 2 পর্বত; 3 নারায়ণ; 4 বাসুকিনাগ।

ধরণীপতি বি. রাজা।

ধরণীসূত বি. মঙ্গলগ্রহ।

ধরণীসুতা বি. স্ত্রী. (রামায়ণের) সীতাদেবী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...