ধরণ
ধরন, ধরণ [ dharana, dharaṇa ] বি.
১. পদ্ধতি, ভঙ্গি, ঢং (‘আমরা বিলিতি ধরণে হাসি, আমরা ফরাসি ধরণে কাশি’: দ্বি. রা.);
২. আকৃতি, চেহারা, চালচলন (চলার ধরন দেখে সন্দেহ হচ্ছে)।
[সং. ধরণ]।
ধরণধারণ বি. চালচলন, হাবভাব।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...