ধবল

ধবল [ dhabala ] বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া’: রবীন্দ্র)।

☐ বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি।

[সং. √ ধাব্ + অল]।

বিণ. স্ত্রী. ধবলা।

ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা।

ধবলী বি. সাদা রঙের গাভী (‘ধবলীরে আনো গোহালে’: রবীন্দ্র)।

ধবলীকৃত বিণ. সাদা করা হয়েছে এমন।

ধবলীভূত বিণ. সাদা হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post