ধন্য
ধন্য [ dhanya ] বিণ.
১. সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ);
২. কৃতার্থ (স্নেহধন্য);
৩. প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য (‘তুমি ধন্য ধন্য হে’: রবীন্দ্র);
৪. (বাংলায় বিরল) ধনলাভকারী।
☐ বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)।
[সং. ধন + য]।
বিণ. স্ত্রী. ধন্যা।
ধন্যবাদ বি. ১. প্রশংসাবাদ; ২. কৃতজ্ঞতা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...