দে
দে2 [ dē2 ] বি. (প্রা. কাব্যে) শরীর, দেহ (‘গৌর, নহিত তবে কি হইত, কেমনে ধরিতু দে’: বা. ঘো.)।
[সং.দেহ]।
দে3 [ dē3 ] অনু-ক্রি. (তুচ্ছার্থে আদরে বা কনিষ্ঠকে) দাও, প্রদান করো (‘আমায় দে মা তবিলদারি’: রা. প্র.)।
[বাং. √ দি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...