দৃষ্ট

দৃষ্ট [ dṛṣṭa ] বিণ. দেখা গেছে এমন, লক্ষিত।

☐ বি. দৃষ্টি (এক দৃষ্টে তাকিয়ে থাকা)।

[সং. √ দৃশ্ + ত]।

দৃষ্টচর, দৃষ্টপূর্ব বিণ. পূর্বে দেখা গেছে এমন।

দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্ত ও অব্যক্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...