দিব্য

দিব্য [ dibya ] বিণ.
1 আকাশসম্বন্ধীয়;
2 স্বর্গীয় (দিব্যাস্ত্র);
3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি);
4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)।

☐ বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)।

[সং. √ দিব্ + য]।

দিব্যচক্ষু (-ক্ষুস্), দিব্যদৃষ্টি, দিব্যনেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়।

দিব্যজ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান।

দিব্যদর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন।

দিব্যদৃষ্টি — দিব্যচক্ষু র অনুরূপ।

দিব্যনারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা।

দিব্যযোনি বি. পরমেশ্বর, ভগবান।

দিব্যরথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ।

দিব্যলোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল।

দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী।

দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র।

দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...