দাহ
দাহ [ dāha ] বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা (‘জুড়াল রে দিনের দাহ’: রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)।
[সং. √ দহ্ + অ]।
দাহক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক।
স্ত্রী. দাহিকা
দাহন বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ।
বিণ. দাহিত।
দাহী (-হিন্) বিণ. দাহকারী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...