দানা

দানা2 [ dānā2 ] বি.
1 ছোলা, মটর, কলাই প্রভৃতি শস্য বা তাদের বীজ;
2 বীজ, বীচি (ডালিমের দানা);
3 ক্ষুদ্র গুটিকার মতো গোলাকার পদার্থ (সাগুদানা, পোস্তর দানা);
4 মটরাকৃতি স্বর্ণগুটিকায় গ্রথিত কণ্ঠহারবিশেষ (‘স্যাকর ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা’);
5 হারের গুটিকা;
6 ঘোড়া, গাধা প্রভৃতি জন্তুর খাদ্য (দানাপানি)। [ফা. দানা]।

দানাপানি বি. অন্নজল।

দানাদার বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকায় গঠিত; দানাওয়ালা (দানাদার গুড়)।

☐ বি. দানাওয়ালা মিঠাইবিশেষ।

[ফা. দানা + দার]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...