ডিঙা

ডিঙা [ ḍiṅā ] বি. ছোট হালকা নৌকাবিশেষ।

[দেশি]।

ডিঙা [ ḍiṅā ] ক্রি. ডিঙানো।

[তু. তেলু. ডিগু]।

ডিঙানো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)।

☐ বিণ. উক্ত অর্থে।

ডিঙা, (চলিত) ডিঙি [ ḍiṅā, ḍiṅi ] বি. পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্হা বা লাফ।

[তু. ডিঙা]।

ডিঙি মারা, ডিঙা মারা ক্রি. বি. ওইভাবে দাঁড়ানো বা লাফানো।

ডিঙি [ ḍiṅi ] বি. ক্ষুদ্র ডিঙা (জেলে ডিঙি)।

[বাং. ডিঙা + ই (ক্ষুদ্রার্থে)]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post