ডাঁট
ডাঁট১ [ ḍānṭa ] বি. হাতল, বাঁট handle.
[সং. দণ্ড]।
ডাঁট২ [ ḍānṭa ] বি. মাত্রাতিরিক্ত গর্ব, দেমাক; তেজ (অত ডাঁট দেখিয়ো না)।
[হি. ডাঁট]।
ডাঁটাকল বিণ. গর্বিত, উদ্ধত।
ডেঁটে ক্রি-বিণ. ডাঁটের সঙ্গে, তেজের সঙ্গে; নির্ভয়ে (আমি ডেঁটে কথাটা বলে দিতে পারি)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...