টঙ্ক
টঙ্ক১ [ ṭaṅka ] বি. ১. খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; ২. খননের অস্ত্র; ৩. পাহাডের উঁচু স্হান; ৪. ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)।
[সং. √ টঙ্ক্ + অ]।
টঙ্ক২ [ ṭaṅka২ ] বিণ. (আঞ্চ.) মজবুত, দৃঢ় (বাঁধনটা বেশ টঙ্ক
হয়েছে)।
[দেশি]।
টঙ্ক৩ [ ṭaṅka ] বি. টাকা।
[সং. টং (ধ্বন্যা.) + √ কৈ (শব্দ করা) + অ]।
টঙ্কক, টঙ্কপতি বি. টাঁকশালের অধ্যক্ষ।
টঙ্কবিজ্ঞান বি. নানা দেশের ও নানা যুগের মুদ্রাবিষয়ক বিদ্যা, numismatics.
টঙ্কশালা বি. টাঁকশাল।
টঙ্কন [ ṭaṅkana ] বি. ১. সোহাগা; ২. বাঁধন।
[সং. √ টঙ্ক্ + অন]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...