টক
টক১ [ ṭaka ] বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)।
☐ বি. ১. অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); ২. অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)।
[সং. তক্র]।
টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল।
টক২ [ ṭaka ] বি. অত্যন্ত দ্রুততার ভাব।
☐ ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)।
[ধ্বন্যা.]।
টকাটক১ ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)।
টকাস১ ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)।
টক৩ [ ṭaka ] বি. শুকনো কাঠে ছোট কিছুর আঘাতের বা অনুরূপ কোনো শব্দ।
[ধ্বন্যা.]।
টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ।
টকাস২ বি. সজোরে টক শব্দ।
টকটক২ [ ṭaka-ṭaka] বি. (সচ. লাল রঙের) তীব্রতা বা আধিক্যের ভাব (লাল টকটক করছে)।
[ধ্বন্যা.]।
টকটকে বিণ. গাঢ়, উজ্জ্বল (টকটকে লাল, টকটকে রং)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...