জড়ানো

জড়ানো [ jaḍānō ] ক্রি.
১. আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা);
২. বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল);
৩. মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো);
৪. গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে);
৫. পরস্পর মেশানো;
৬. লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে);
৭. অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

[বাং. √ জড়া + আনো]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post