চতুরঙ্গ
চতুরঙ্গ [ caturaṅga ] বিণ.
১. হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা);
২. চার অঙ্গবিশিষ্ট; ৩. সর্বাঙ্গসম্পন্ন।
☐ বি.
১. হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী;
২. সংগীতের প্রকারভেদ;
৩. দাবা খেলা, শতরঞ্জ খেলা।
[সং. চতুর্ + অঙ্গ]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...