ক্ষ

ক্ষেপ

ক্ষেপ [ kṣēpa ] বি.
১. নিক্ষেপ. ছোড়া (শরক্ষেপ);
২. বিন্যাস (পদক্ষেপ);
৩. চালনা (ভ্রূক্ষেপ, হস্তক্ষেপ);
৪. যাপন, অতিবাহন (কালক্ষেপ);
৫. লঙ্ঘন।

[সং. √ ক্ষিপ্ + অ]।

ক্ষেপক–বিণ. নিক্ষেপকারী।

☐ বি. গ্রন্হের মধ্যে প্রক্ষিপ্তপাঠ।

ক্ষেপণ–বি.
১. নিক্ষেপ (পারমাণবিক অস্ত্রক্ষেপণ);
২. অতিবাহন, যাপন (সময়ক্ষেপণ);
৩. ফেলে দেওয়া।

ক্ষেপণি, ক্ষেপণী–বি. নৌকার দাঁড়; খেপলা জাল।

ক্ষেপণিক–বি. দাঁড় চালনাকারী দাঁড়ি।

ক্ষেপণীয়–বিণ. ক্ষেপণযোগ্য।

☐ বি. ক্ষেপণ করার অস্ত্র।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...