ক্ষুধা
ক্ষুধা [ kṣudhā ] বি.
১. খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, বুভুক্ষা;
২. ইচ্ছা, বাসনা (‘জাগো নূতনের ক্ষুধা’: স. দ.)।
[সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]।
ক্ষুধাতুর, ক্ষুধার্ত–বিণ. ক্ষুধায় কাতর।
বিণ. (স্ত্রী.) ক্ষুধাতুরা।
ক্ষুধানিবৃত্তি, ক্ষুধাশাস্তি–বি. আহার করে ক্ষুধা দূর করা।
ক্ষুধান্বিত–বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত।
ক্ষুধামান্দ্য–বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস।
ক্ষুধাসঞ্চার–বি. ক্ষুধার উদ্রেক।
ক্ষুধিত–বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু।
স্ত্রী. ক্ষুধিতা।
দুষ্টক্ষুধা–বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...