ক্ষুদ্র
ক্ষুদ্র [ kṣudra ] বিণ.
১. ছোট, খর্ব, হ্রস্ব (ক্ষুদ্রকায়);
২. নীচ, হীন (ক্ষুদ্রমনা);
৩. অনুদার, সংকীর্ণ;
৪. সামান্য, প্রতিপত্তিহীন, দরিদ্র (ক্ষুদ্র লোক);
৫. অল্প (ক্ষুদ্র শক্তি)।
[সং. √ ক্ষুদ্ + র]।
ক্ষুদ্রা–বিণ. (স্ত্রী.) ক্ষুদ্র -র সব অর্থে।
☐ বি.
১. মৌমাছি;
২. (বিরল) বেশ্যা;
৩. বিকৃতদেহ নারী।
বি. ক্ষুদ্রতা, ক্ষুদ্রত্ব।
ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রমতি, ক্ষুদ্রাশয়–বিণ. নীচমনা, সংকীর্ণমনা।
ক্ষুদ্রতম–বিণ. সবচেয়ে ক্ষুদ্র।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...