ক্রোড়

ক্রোড়  [ krōḍ ] বি.
১. অঙ্ক, কোল (‘বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল’: রবীন্দ্র);
২. শূকর;
৩. শনিগ্রহ।

[সং. √ ক্রুড্ + অ]।

ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক–বি. নাটকের শেষে সংযোজিত অংশ।

ক্রোড়চ্যুত–বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া।

ক্রোড়পত্র–বি.
১. গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement;
২. উইলের অতিরিক্ত অংশ, codicil.

ক্রোড়, ক্রোর [ krōḍ, krōra ] বি. বিণ.
১. সংখ্যা বা সংখ্যক, কোটি, শত লক্ষ।

[হি. করোড়। তু. সং. কোটি]।

ক্রোড়পতি–বি. বিণ. কোটি টাকার মালিক; অতিশয় ধনশালী (ক্রোড়পতি ব্যবসায়ী)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...