ক্রোধ
ক্রোধ [ krōdha ] বি.
১. রাগ, কোপ, রোষ;
২. মানুষের ষড়্ রিপুর দ্বিতীয়টি।
[সং. √ ক্রুধ্ + অ]।
ক্রোধকর, ক্রোধজনক–বিণ. যাতে রাগ জন্মায়, ক্রোধ উদ্রেক করে এমন।
ক্রোধন–বি. ক্রোধ, রাগ।
☐ বিণ. হঠাত্ যার রাগ হয়; ক্রোধপ্রবণ।
ক্রোধাগার–বি. গোঁসাঘর।
ক্রোধাগ্নি, ক্রোধানল–বি. প্রচণ্ড ক্রোধের তেজ; প্রচণ্ড ক্রোধ।
ক্রোধান্ধ–বিণ. প্রচণ্ড ক্রোধে হিতাহিতজ্ঞানশূন্য; ক্রুদ্ধ হয়ে বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে এমন।
ক্রোধান্বিত–বিণ. রুষ্ট, ক্রুদ্ধ।
স্ত্রী. ক্রোধান্বিতা।
ক্রোধাবিষ্ট–বিণ. ক্রোধে অভিভূত; ক্রোধ যাকে অভিভূত করে ফেলেছে।
ক্রোধী (-ধিন্)–বিণ. রাগি।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...