ক্রীড়া

ক্রীড়া [ krīḍ়ā ] বি.
১. খেলা;
২. তামাশা;
৩. আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)।

[সং. √ ক্রীড়্‌ + অ + আ]।

ক্রীড়ক–বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়।

ক্রীড়নক–বি.
১. খেলনা, খেলার সামগ্রী;
২. (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি।

ক্রীড়নীয়–বিণ. খেলার যোগ্য।

ক্রীড়মান–বিণ. ক্রীড়ারত।

ক্রীড়াকন্দুক–বি. খেলার গোলক বা বল।

ক্রীড়াকৌতুক–বি. রঙ্গতামাশা; খেলাধূলা।

ক্রীড়াচ্ছলে–ক্রি-বিণ. খেলার ছলে।

ক্রীড়াভূমি–বি. রঙ্গভূমি; খেলার স্হান।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...