ক্রীত

ক্রীত [ krīta ] বিণ. কেনা হয়েছে এমন।

[সং. √ ক্রী + ত]।

ক্রীতক–বি. পুত্রার্থে মাতাপিতার কাছ থেকে যে পুত্রকে ক্রয় করা হয়।

ক্রীতদাস–বি. কেনা গোলাম; যাবজ্জীবন দাসত্ব করার জন্য যাকে কেনা হয়েছে।

স্ত্রী. ক্রীতদাসী

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...