কোষ
কোষ [ kōṣa ] বি.
১. আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ);
২. খাপ (কোষবদ্ধ তরোয়াল);
৩. ভাণ্ডার (রাজকোষ);
৪. ধনরাশি (কোষাগার);
৫. কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ);
৬. প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell;
৭. (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ);
৮. অভিধান (শব্দকোষ);
৯. মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি);
১০. মঞ্জুষা, পেটিকা;
১১. কোষা;
১২. রেশমগুটি, গুটিপোকা।
[সং. √ কুষ্ + অ]।
কোষকার–বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ।
কোষকার–বি. অভিধানপ্রণেতা।
কোষবৃদ্ধি–বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...